সর্বশেষ

আন্তর্জাতিক

ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পন্ন, রপ্তানিতে নতুন শুল্ক কাঠামো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভিয়েতনামের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় দেশটি থেকে আমদানি করা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, যা পূর্বে নির্ধারিত ৪৬ শতাংশ থেকে কমানো হয়েছে।

বুধবার (২ জুলাই) শেষ মুহূর্তের আলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই চুক্তি অনুযায়ী, ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলেও, যুক্তরাষ্ট্রের পণ্য ভিয়েতনামে রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভিয়েতনাম আমাদের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে—যা তারা আগে কখনও করেনি। এখন আমরা শূন্য শুল্কে পণ্য রপ্তানি করতে পারবো।”

তবে চুক্তিতে একটি কড়াকড়ি শর্তও রাখা হয়েছে: যেসব পণ্য চীনে তৈরি হয়ে ভিয়েতনাম হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে (ট্রান্স-শিপিং), সেগুলোর ওপর ৪০ শতাংশ শুল্ক বহাল থাকবে। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর দাবি, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত এক-তৃতীয়াংশ পণ্য আসলে চীনের উৎপাদিত।

চুক্তিটি ভিয়েতনামের জন্য সুফল বয়ে আনবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। হ্যানয়ের অ্যামচ্যাম নির্বাহী পরিচালক অ্যাডাম সিটকফ বলেন, “এই চুক্তি ভিয়েতনামের জন্য ইতিবাচক। যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি অব্যাহত থাকবে।” তবে তিনি ট্রান্স-শিপিং সংক্রান্ত শুল্ককে ‘রাজনৈতিক ও ব্যাখ্যাগতভাবে জটিল’ বলে সতর্ক করেছেন।

চুক্তির দিনই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লাম এবং তাকে দেশটিতে সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

এদিকে ট্রাম্প পরিবার ভিয়েতনামে ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে, যার মধ্যে হোটেল, গলফ ক্লাব এবং বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্প রয়েছে। হো চি মিন সিটিতে একটি ট্রাম্প টাওয়ার নির্মাণের জন্য জমি খোঁজার কাজও শুরু হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন