বাতিল করা হলো প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচি থেকে প্রতীকী এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্টে ফারুকী জানান, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। 'এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট' আদৌ কার্যকর বা যথাযথ কিনা তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। একাধিকবার কর্মসূচিটি বাদ দেওয়া ও যুক্ত করার পর শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি— এটি থাকছে না।”
তিনি আরও বলেন, “বৃহৎ একটি কর্মসূচি বাস্তবায়নের সময় কিছু ভুল চোখ এড়িয়ে যেতে পারে। তবে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা দ্রুত নিজেদের মধ্যে আলোচনা করে কর্মসূচিটি বাতিল করেছি। সংশোধিত স্লাইডও শিগগিরই প্রকাশ করা হবে।”
এদিকে কর্মসূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিনি। “লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার”—এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলবে জুলাই স্মরণ আয়োজন।
উল্লেখ্য, গত ২ জুলাই রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানসূচিতে ১৮ জুলাই ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা দেওয়া হয়।
১২৬ বার পড়া হয়েছে