সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরাইলে হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা: লক্ষ্য বেন গুরিয়ন বিমানবন্দর

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের ভূখণ্ডে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

মঙ্গলবার (১ জুলাই) রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং দেশজুড়ে সতর্কতা জারি করা হয়।

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেছেন, তারা ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন-কে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। একইসঙ্গে, ইসরাইল অধিকৃত তিনটি এলাকায় ড্রোন হামলাও চালানো হয়েছে বলে জানান তিনি। হুতিদের দাবি, এই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে গেছে।

হামলার পরপরই ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সরকার ও প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন