চিরবিদায় নিলেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই আর নেই। 'চেওংডাম-ডং স্ক্যান্ডাল' সহ একাধিক টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লি সিও-ই-এর ম্যানেজার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, অভিনেত্রী গত ২০ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় অভিনেত্রীর ম্যানেজার লেখেন,
“একজন উজ্জ্বল, সুন্দর, সদয় মানুষ—আমাদের প্রিয় লি সিও-ই ২০ জুন আকাশের তারা হয়ে গেছেন। দয়া করে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন।”
এই বার্তাটি লি-এর শোকাহত বাবা-মায়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে বলেও জানান তিনি।
লি সিও-ই ১৯৮২ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। অভিনয়জীবনে তিনি ২০১৩ সালে ‘Hur Jun, The Original Story’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন। এরপর ‘Cheongdam-dong Scandal’ ও অন্যান্য ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি তিনি শিক্ষাজীবনেও ছিলেন অনন্য। হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে চেক এবং স্লোভাক ভাষা বিষয়ে অধ্যয়ন করেন তিনি। পরবর্তীতে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাঁর অকালপ্রয়াণে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
১৪২ বার পড়া হয়েছে