সর্বশেষ

জাতীয়

এক দিনে ডেঙ্গুতে ৪১৬ আক্রান্ত, মৃত্যু আরও ১ একজন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার, ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ সময় একজন রোগীর মৃত্যু হয়েছে।

আগের দিন মঙ্গলবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮৬ জন ভর্তি হন ও একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে একদিনে নতুন করে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা মহানগরে ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৫ জন, রাজশাহীতে ৫১ জন, চট্টগ্রামে ২৩ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৪৪ জন।

এর আগে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল সেই বছর আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে। তাই মশা নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন