টস হেরে আগে বোলিংয়ে নামল বাংলাদেশ

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
কলম্বোর মাটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। ফলে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমে বোলিং করতে হবে টাইগারদের।
এই ম্যাচে ওয়ানডে দলে নতুন অভিষেক হচ্ছে পারভেজ ইমন ও তানভীর ইসলামের। তানভীর আগেই ৬টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ওই ম্যাচগুলোতে ৪ উইকেট শিকার করেছেন। অপর দিকে পারভেজ ইতোমধ্যে ১২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন, যেখানে ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। তার নামে একটি সেঞ্চুরি ও একটি ফিফটির রেকর্ড রয়েছে।
বিশেষ যে তথ্য, ৩৩১তম ওয়ানডেতে বাংলাদেশ ‘পঞ্চপণ্ড’ ছাড়া খেলছে, অর্থাৎ মাশরাফি, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম ছাড়াই প্রথমবার ওয়ানডেতে নামছে দলটি। এর আগের সর্বশেষ ঘটনা ছিল প্রায় ২০ বছর আগে।
শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুশকা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (ক্যাপ্টেন), জনিথ লিয়ানাগে, মিলান রথনায়কে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, এশান মালিঙ্গা ও আসিথা ফারনান্দো।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (ক্যাপ্টেন), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
১৩৭ বার পড়া হয়েছে