চট্টগ্রাম বন্দর পরিচালনায় ৬ মাসের জন্য দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৬ মাসের জন্য বন্দরের পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২ জুলাই) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন নিজেই অপারেটর নিয়োগের ক্ষমতা পেয়েছে। সেই ক্ষমতার আলোকে ৬ মাসের জন্য নৌবাহিনীর সঙ্গে একটি চুক্তি হবে। তাদের ডকইয়ার্ড বন্দরের সীমানার মধ্যেই রয়েছে এবং তারা অভিজ্ঞতা সম্পন্ন।”
সাখাওয়াত হোসেন আরও জানান, সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৭ জুলাই। এরপর আর সময় বাড়ানো হয়নি। তবে তাদের সহযোগিতা চেয়ে নৌবাহিনীকে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।
নৌ উপদেষ্টা বলেন, “নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হলেও বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরি যাবে না। সবাই আগের পদে কাজ চালিয়ে যাবেন।”
দীর্ঘমেয়াদে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে এখনো আলোচনা চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখেই সিদ্ধান্ত হবে।”
তিনি আরও বলেন, “ডিপি ওয়ার্ল্ড যদি দায়িত্ব পায়, তবে কর্মী নিয়োগে শর্ত থাকবে—তারা বাংলাদেশ থেকে লোক নিয়োগ করবে ও প্রশিক্ষণ দেবে।”
প্রসঙ্গত, ডিপি ওয়ার্ল্ড বর্তমানে বিশ্বের ৮৫টি বন্দরের কার্যক্রম পরিচালনা করছে।
১৩৬ বার পড়া হয়েছে