ধর্ষক

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিস্তদ্ধ নিশ্চুপ ঘুমিয়ে পড়া গভীর রাত
হঠাৎ ই ভেসে আসে চিৎকার, বাঁচার আকুতি
এটা কি আসলেই চিৎকার?
নাকি নিপীড়িত কোনো অসহায়ার বাঁচার আর্তনাদ?
হৈ হট্টগোল আর বিরামহীন কুকুরের অবিরাম ডাকে জেগে ওঠে ঘুমন্ত মহল্লা
দ্বিগ্বিদ্বিক ছুটে চলে মানুষ শব্দের পীছে
কি ই বা করার আছে!
একদল নরখাদক বিভৎস কুৎসিত নোংরা নষ্ট মানুষ
যে খামছে ধরেছে ইজ্জত!
মুহূর্তেই ঘটে গিয়েছে নরপশুদের সাথে প্রাণপণ লড়াই
শক্তিহীন এক মানবীর
অসীম ক্ষমতাধর নরপশু কুৎসিত চরিত্রের এক অমানুষের সাথে।
নিরুপায় অসহায় আছিয়া
হেরে গেছে
আত্মসমর্পণ করেছে নিজের সম্ভ্রম হারিয়ে।
এরকম আছিয়া আজ -,
সমাজের অলিতে গলিতে
ঘরের চারদেয়ালের মাঝে নির্যাতিত হচ্ছে প্রতিক্ষন নিত্যদিন।
বাদ যাচ্ছে না কেউ-,
আশি বছর থেকে শুরু করে তিন পাঁচ সাত এগারো একুশ বছরের অগুনিত অসীম।
প্রতিবাদ করার কেউ নাই
নির্যাতিতের পাশে নেই কেউ
সমাজ তাকেই ধর্ষিতা বলে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে
তাকেই বলা হচ্ছে সে শান্তি বিনষ্ট কারী।
ধর্ষিতা আসলে কে?
সে কি কারো বোন মা মেয়ে বৌ না?
তার দিকেই কেন আঙ্গুল ওঠে?
আর ধর্ষক,
কে সে?
সমাজপতি ক্ষমতাধর আইন প্রণেতা!
যাকে আইনের আওতায় আনা যাবে না।
কেন এই বৈষম্য?
অপরাধ কেন অপরাধ বলেই বিবেচিত হয় না?
অপরাধী যে দলেরই হোক
সে তো ধর্ষক
তারই সাজা হোক
এলাকায় তার নাম খোদাই করে লেখা থাক
"সে একজন ধর্ষক" ।।
২৯৭ বার পড়া হয়েছে