সারাদেশ
ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনীর সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি
বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তে টহলের সময় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ভর্তি কাটুন ও কয়েকটি গরু ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা ওই পণ্য ও গবাদি পশুগুলো জব্দ করে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।”
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর