সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীতে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন জেবল হক। সন্দেহভাজন করোনা রোগী হিসেবে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল দুপুর ৩টার দিকে পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের বাসিন্দা এবং গনু মিয়ার ছেলে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “করোনা শনাক্ত হওয়ার পরপরই তাকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছিল। কিন্তু সন্ধ্যায় তিনি মারা যান।”

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, “এই নিয়ে জেলায় মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কিট সঙ্কটের কারণে এখনো উপজেলা পর্যায়ে নমুনা পরীক্ষা শুরু করা যায়নি।”

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন