সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে শিশু রিয়া গোপ হত্যা: ঘটনার ১১ মাস পর পুলিশের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে আন্দোলনের সময় গুলিতে নিহত ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর অবশেষে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিনি বলেন, “এটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময়েও মামলা না করায় আমরা আইনগতভাবে উদ্যোগ নিই।”

২০২৩ সালের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশের নয়ামাটি এলাকায় চারতলা একটি ভবনের ছাদে খেলছিল শিশু রিয়া। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে এলাকায় গোলাগুলির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি খারাপ দেখে মেয়েকে নিতে ছাদে ওঠেন রিয়ার বাবা দীপক কুমার গোপ। ঠিক সেই সময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহত শিশুর পরিবার থেকে কোনো মামলা করা হয়নি। অবশেষে পুলিশ উদ্যোগ নিয়ে এই হত্যা মামলাটি দায়ের করলো।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন