সর্বশেষ

সারাদেশ

পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা ঘেরাও, মহাসড়কে অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে আন্দোলনকারীরা থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টা ৪০ মিনিট থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে বসে পড়ে তারা অবরোধ শুরু করেন। ফলে উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।

সংঘর্ষের পেছনের ঘটনা

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈছাআ নেতাকর্মীরা। তাকে থানায় নিয়ে গেলে পুলিশ জানান, ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করা যাবে না। এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, এসময় পুলিশ তাদের ওপর দুই দফায় হামলা চালায়। অপরদিকে পুলিশের দাবি, আন্দোলনকারীদের হামলায় তাদের তিন সদস্য আহত হয়েছেন।

পুলিশের বক্তব্য অনুপস্থিত, আন্দোলনকারীদের অনড় অবস্থান

এ ঘটনায় পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “রাতে পটিয়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।”

আন্দোলনের নেতৃত্বে থাকা বৈছাআ নেতা খান তালাত মাহমুদ রাফি বলেন, “পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলাম। থানার ওসি ও হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার ও শাস্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।”

চলমান কর্মসূচি ও পরিস্থিতি

ঘটনাস্থলে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা স্লোগান দিয়ে এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ও স্থানীয় মানুষ।

এ ঘটনায় এখনো কোনো পক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন