জুলাইয়ের মাঝামাঝি সময়েই সংস্কার সনদ চূড়ান্তের আশা: আলী রীয়াজ

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংস্কার প্রক্রিয়া নিয়ে জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “আমরা কখনও অগ্রসর হই, কখনও হতাশ হই। তবে সম্মিলিত প্রচেষ্টায় জুলাই মাসের মাঝামাঝি সময়েই একটি সনদের জায়গায় পৌঁছানো সম্ভব হবে।”
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের অষ্টম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই কাজটা একার নয়। সবার আন্তরিক সহযোগিতাই এখানে সবচেয়ে বড় শক্তি। ইতোমধ্যে দলীয়, জোটগত ও ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যেসব আলোচনা হয়েছে, তাতে আমরা আশাবাদী।”
এক বছর আগে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আলী রীয়াজ বলেন, “তখন রাজনৈতিক দলগুলো দলীয় সীমার বাইরে এসে জনগণের স্বার্থে একসঙ্গে রাজপথে নেমেছিল। সেই আন্দোলনের অর্জন শুধু একটি পর্যায়ে থেমে থাকলে চলবে না, সেটাকে টিকিয়ে রাখতে সংস্কার প্রক্রিয়ায় অগ্রসর হওয়াটা জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের দিকে এগোচ্ছি, যেখানে নাগরিকের গণতান্ত্রিক অধিকার, জীবনের অধিকার সুরক্ষিত থাকবে। কেউ যাতে গুম, বিচারবহির্ভূত হত্যা বা রাজনৈতিক নিপীড়নের শিকার না হয়—সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”
আন্দোলনে নিহত ও আহতদের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, “আপনারা যারা সংলাপে আসছেন, তারা সেই দায় ও দায়বদ্ধতা হৃদয়ে ধারণ করেই আসছেন। প্রতিদিন সাফল্য না আসলেও আমরা একে অপরকে জানছি, বুঝছি এবং এগিয়ে যাচ্ছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জুলাই মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ একটি চূড়ান্ত জায়গায় পৌঁছানো সম্ভব হবে।”
১৩১ বার পড়া হয়েছে