ব্রহ্মপুত্রে নৌকাডুবি: নিখোঁজ হওয়া আরো দুই শিশুর মরদেহ উদ্ধার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে টাংগাব বটতলার মহর আলীর ঘাট খান এলাকায় নদীতে ভেসে ওঠা অবস্থায় তাদের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা উদ্ধার করে পুলিশের সহায়তায় পরিবারে হস্তান্তর করেন।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) এবং হাবিব মিয়ার ছেলে আবির (৮)। তারা বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার এবতেদায়ি শাখার শিক্ষার্থী ছিল।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌসি আলম জানান, নিখোঁজের দুই দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুটি ভিন্ন স্থান থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১ জুলাই) সকালে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে গফরগাঁও উপজেলার টাংগাব বাশিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় আসার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি নৌকা মাঝনদীতে প্রবল স্রোতে ডুবে যায়। ওই নৌকায় থাকা নয়জন শিক্ষার্থীর মধ্যে ছয়জন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হয়।
দুর্ঘটনার দিনই শাপলা বেগম (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সে একই গ্রামের বাসিন্দা মাঈনুদ্দীনের মেয়ে।
বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার সুপার মো. মোকলেছুর রহমান জানান, অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা প্রতিদিন নৌকা দিয়ে নদী পার হয়ে মাদ্রাসায় আসছিল। মঙ্গলবার সকালে যাত্রাপথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
১২২ বার পড়া হয়েছে