সর্বশেষ

আন্তর্জাতিক

মামদানির উপর তীব্র ক্ষোভ ট্রাম্পের

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি।

এই বিজয়ের মাধ্যমে তিনি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র প্রার্থী হিসেবে নজির গড়তে চলেছেন। মামদানির সস্তা বাসভাড়া, সরকারি মালিকানাধীন মুদি দোকান, করপোরেট কর বৃদ্ধি ও ভর্তুকিযুক্ত চাইল্ড কেয়ারসহ নানা প্রগতিশীল নীতিমালা নিউইয়র্কবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তবে মামদানির এই উত্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ ও ‘বিপর্যয়কর’ বলে আখ্যায়িত করেন এবং হুমকি দেন, মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক সিটিকে ফেডারেল অর্থ সহায়তা বন্ধ করে দেবেন। ট্রাম্পের ভাষ্য, “ধরে নিন, সে জিতে যায়, আমি তখন প্রেসিডেন্ট থাকব। সে যদি সঠিক কাজ না করে, তাহলে তারা এক ডলারও পাবে না।” নিউ ইয়র্ক শহরে বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল অর্থায়ন আসে।

মামদানি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কমিউনিস্ট নন; বরং একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এবং তার নীতিগুলো আধুনিক কল্যাণমূলক ব্যবস্থার প্রতিফলন। তিনি বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন—একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী, যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে”। মামদানি আরও বলেন, ট্রাম্প ও তার অনুসারীরা বর্ণবাদ ও ইসলামভীতিকে উসকে দিচ্ছেন, যা নিউইয়র্কের মূল্যবোধের পরিপন্থী।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন