টিকাটুলি মামুন প্লাজায় কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর টিকাটুলির হাটখোলায় একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় কেমিক্যাল গুদামে আগুন লাগার ঘটনায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তবে আগুন নেভাতে গিয়ে কেমিক্যালের ধরন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের।
বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে মামুন প্লাজার একটি গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এর মধ্যে চারটি ইউনিট সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং তিনটি ইউনিট প্রস্তুত অবস্থায় ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে সকাল ৭টা পর্যন্ত।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভবনের তৃতীয় তলায় থাকা কেমিক্যাল গুদামে কী ধরনের রাসায়নিক ছিল, সে সম্পর্কে উপস্থিত কেউই সঠিক তথ্য দিতে পারেনি। মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে না থাকায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়। পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় তারা ফোম ও পানি উভয়ই ব্যবহার করেন।
তিনি আরও জানান, ভবনটিতে থাকা অন্যান্য ফ্লোরের ৫২টি বাসায় বসবাসকারী পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
১৩৩ বার পড়া হয়েছে