মোংলা বন্দরে এক রাতেই ৪ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করছে।
বন্দরের ইতিহাসে এ ঘটনা ইতিবাচক ধারার ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে নতুন অর্থবছরে বন্দরটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতে ৫ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেস্টু’ নোঙর করে, যার কার্গোতে ছিল ২৯৯ টিইইউ কনটেইনার। একই রাতে ৬ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী ‘এমটি হাইয়ং’ চিটাগুড় নিয়ে আসে, ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক প্রকল্পের যন্ত্রপাতি নিয়ে ভিড়ে ‘এমভি হিস্ট্রি এডওয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মালামাল নিয়ে আসে ‘এমভি ডি এস প্রপার্টি’।
একই সময়ে বন্দরের হাড়বাড়িয়া ও বেসক্রিক এলাকাসহ এলপিজি জেটিতে আরও ১০টি বিদেশি জাহাজ অবস্থান করছিল। সব মিলিয়ে বন্দরের পোর্ট লিমিটের মধ্যে ১৪টি বিদেশি জাহাজ থেকে বিভিন্ন পণ্য খালাস চলছিল। এসব জাহাজে ছিল কয়লা, চাল, সার, এলপিজি, পাথর, সিমেন্টের কাঁচামাল এবং বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্ট সরঞ্জাম।
মোংলা ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বর্তমানে মোংলা বন্দর পরিবেশবান্ধব এবং সম্ভাবনাময় একটি বন্দর হিসেবে ব্যবসায়ীদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। তিনি মনে করেন, আরও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে নতুন উদ্যোক্তারা আরও বেশি আগ্রহী হবেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যারা এ বন্দরের সুবিধা নিয়ে অপচয় ও দুর্নীতির সুযোগ নিয়েছে, তারা এখন সরিয়ে গেছে। এখন নতুন প্রজন্মের উদ্যোক্তারা এগিয়ে আসছেন—তাদের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকা রাখা জরুরি।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান জানান, মোংলা বন্দরের সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে। জাহাজ আগমন ও প্রস্থানের গতি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ প্রতিটি খাতে উন্নতি হচ্ছে। বিদেশি ব্যবসায়ীরাও আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শনে আসছেন। অবকাঠামো ও গুদাম সুবিধা সম্প্রসারণের ফলে দ্রুত পণ্য খালাস সম্ভব হচ্ছে।
তিনি বলেন, “বন্দরের আধুনিকীকরণ ও দক্ষ ব্যবস্থাপনার ফলে আমরা এখন একসঙ্গে একাধিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ পরিচালনায় সক্ষম। নতুন অর্থবছরের শুরুতেই এর স্পষ্ট প্রমাণ মিলেছে।”
১৫৫ বার পড়া হয়েছে