সিনেটে পাস হলো ‘Big Beautiful Bill’, হাউসে ভোটের অপেক্ষা

বুধবার, ২ জুলাই, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন সিনেটে বিতর্কিত ‘Big Beautiful Bill’ মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে।
মঙ্গলবার রাতে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়, যেখানে সমানসংখ্যক ভোট পড়ায় মার্কিন উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দেন।
বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়েছে। কংগ্রেসের কিছু রক্ষণশীল ও মধ্যপন্থী সদস্য এর বিরোধিতা করায় হাউসে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
‘Big Beautiful Bill’-এ ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড়, ১.২ ট্রিলিয়ন ডলারের সরকারি খরচ কমানোসহ কর কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। ২০১৭ সালের ট্রাম্প ট্যাক্স ছাড়ের মেয়াদ বাড়ানো, বকশিস ও অতিরিক্ত সময় কাজ করলে করছাড়, বাবা-মা ও প্রবীণদের জন্য বাড়তি করছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানো হলেও স্বাস্থ্য খাতে কিছু খরচ কমানো হয়েছে।
বিলের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে, আমেরিকায় বসবাসকারী নন-সিটিজেনদের জন্য দেশে টাকা পাঠালে ৫% (পরবর্তীতে ৩.৫%) কর আরোপের প্রস্তাব, যা ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য আর্থিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিলটি নিয়ে ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান সদস্য কড়া সমালোচনা করেছেন। সিনেট মাইনোরিটি লিডার চাক শুমার বলেছেন, এই বিল পাস হলে মার্কিন অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে। বিলের কিছু অংশ নিয়ে ইলন মাস্কও আপত্তি তুলেছেন।
কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই ভোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৩১ বার পড়া হয়েছে