সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, হুথিদের দায় স্বীকার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

 

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। হামলার পরপরই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং হামলা প্রতিহত করতে সেনাবাহিনী তৎপর হয়ে ওঠে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে তারা হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে।

 

ইয়াহিয়া সারির আরও দাবি, তারা ইসরায়েল অধিকৃত তিনটি এলাকায় ড্রোন হামলাও চালিয়েছে, এবং সব হামলাই সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। হামলার জেরে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলেও তিনি জানান।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন