মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ভাইরাল: চার আসামির রিমান্ড শুনানি বৃহস্পতিবার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রেফতার চার আসামির রিমান্ড শুনানি আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত হবে।
অভিযুক্তদের মধ্যে অন্যতম রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন।
সোমবার (৩০ জুন) তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন, যা কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে জমা দেওয়া হয়।
গ্রেফতার অন্য তিনজন হলেন – বাহেরচর গ্রামের রমজান আলী, মো. অনিক এবং মো. আরিফ। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে এক নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করে এবং ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে মারধর করে।
২৯ জুন ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় মামলা করেন। পরদিন চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। ভিডিওটি ২৮ জুন (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ফজর আলীকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
১৫৭ বার পড়া হয়েছে