সর্বশেষ

জাতীয়

ডেঙ্গুতে আরও ৩৮৬ জন আক্রান্ত, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন।

এই সময়ে ডেঙ্গুজনিত কারণে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে শনাক্ত ৩৮৬ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ১৬৩ জন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে ১৯, ঢাকার বাইরে বিভাগে ৭৩, ঢাকা দক্ষিণে ৩৮, ঢাকা উত্তরে ৩০, খুলনায় ১৬, রাজশাহীতে ৩৯ এবং ময়মনসিংহে ৮ জন নতুন রোগী পাওয়া গেছে।

এই সময়ের মধ্যে ৩২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ৯ হাজার ৪০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮২ জনে এবং মৃত্যুর সংখ্যা ৪৩ জনে।

প্রসঙ্গত, ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন রেকর্ড ১ হাজার ৭০৫ জন। চলতি বছরেও ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন