জুলাই আন্দোলন দমনে সারা দেশে ছোড়া হয় ৩ লাখের বেশি গুলি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই-আগস্টের আন্দোলন দমনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।
মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক শুনানিতে এ তথ্য তুলে ধরেন মামলার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া শুনানিতে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন করেন প্রসিকিউটর।
শুনানিতে তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা, কামাল ও মামুনের প্রত্যক্ষ নির্দেশে সারা দেশে একটি পদ্ধতিগত হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই অপরাধ পরিকল্পিত ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়েছে।”
এদিকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমীর হোসেন বলেন, “আমি তাদের নির্দোষ প্রমাণ করে আইনের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
অন্যদিকে কাঠগড়ায় উপস্থিত থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ পর্যায়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, মামলার এই ধাপে তাদের কোনো বক্তব্য নেই।
মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী সোমবার, ৭ জুলাই।
১১৮ বার পড়া হয়েছে