সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় আরও একজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পোশাক কারখানা গ্রিনল্যান্ড লিমিটেডে চুরির অভিযোগে শ্রমিক হৃদয় (১৯)–কে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) রাতে কোনাবাড়ীর সেলিমনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় শফিকুল ইসলাম (৩০) নামে এক নিরাপত্তাকর্মীকে। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার হাটমাদনগর গ্রামের বাসিন্দা এবং কারখানাটিতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, “ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে শফিকুল ইসলামের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হচ্ছে।”

এর আগে, গত শনিবার (২৮ জুন) নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। পরে রোববার ওই ঘটনায় কারখানার শ্রমিক হাসান মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ বলছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন