পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেব: রাজা

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেছেন, “জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই কাজ করব।
কারণ, আমরা তার নেতৃত্বে বিশ্বাসী।” তিনি জানান, আগে দুটি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এবার দলের মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন, না পেলে অপেক্ষায় থাকবেন।
সোমবার (৩০ জুন) রাতে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন বি.এল. উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজা বলেন, “২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএনপি করতে গিয়ে আমার বিপুল সম্পদ হারাতে হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারের নির্দেশে সেনাবাহিনী আমার ঢাকার রায়েরবাজারের বাড়ি ও জমি দখল করে নেয়। মামলার মাধ্যমে মোহাম্মদপুর থানায় আমার আরও ১২৬ কাঠা জমি দখল করে নেওয়া হয়। যার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। অথচ সে সময় পাবনা জেলা বিএনপির কেউ আমার পাশে দাঁড়ায়নি।”
তিনি অভিযোগ করে বলেন, “রায়েরবাজারের বাড়ি দখলের পেছনে ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আর মিরপুরের বাড়ি দখল করেছিলেন প্রয়াত এমপি আসলামুল হক। আমার একমাত্র অপরাধ ছিল বিএনপির রাজনীতি করা এবং দলকে আর্থিকভাবে সহযোগিতা করা।”
রাজা বলেন, “আমি দুর্নীতির রাজনীতি করিনি, করিনা। আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। বিএনপির কঠিন সময়ে দলের পাশে থেকেছি। কিন্তু দুঃখজনকভাবে পাবনা-৩ আসনের অনেক নেতা এখন কোটিপতি হলেও দলীয় ত্যাগীদের সম্মান দিতে জানে না।”
মনোনয়ন পেলে আগামী নির্বাচনে জয়ী হয়ে জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত সমাজ গঠনের পাশাপাশি রাস্তা-ঘাট, শিক্ষাব্যবস্থা, সাবমারসিবল রাস্তা, আইসিটি পার্ক, গ্যাস সংযোগ এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কিতাব উদ্দিন মেম্বার। সভা পরিচালনা করেন চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার।
এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, প্রবীণ নেতা ফয়েজ ই-ইলাহী বুলু, ইউনুস আলী ইনু, সাইফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা আল আমিন তালুকদার, কৃষকদল নেতা রেজাউল করিম বাবু, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল সাত্তার মাস্টার, ঈসমাইল হোসেন, বীরেন্দ্র দাস ও সুশংকর সাহা প্রমুখ।
১২৭ বার পড়া হয়েছে