রোটারির ইয়ার লঞ্চিং প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ড. ইসতিয়াক জামান।
সকালে জাতীয় প্রেসক্লাবে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটন আয়োজিত রোটারির ইয়ার লঞ্চিং প্রেস কনফারেন্সে তিনি এ আহবান জানান।
তিনি যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে, শান্তি, উন্নয়ন ও মানব কল্যাণের ওপর জোর দেন। এছাড়া আর্তমানবতার সেবায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ সারা বিশ্বে কাজ করছে বলেও জানান তিনি। এতে অংশ নেন, রোটারির ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর একেএম শামসুল হুদা, রোটারি মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর লুবনা আফরোজ, অ্যাডমিন কোঅর্ডিনেটর এমএ মাহমুদুল হাসানসহ অনেকে।
এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নসহ বাংলাদেশে রোটারির কার্যক্রম তুলে ধরেন উর্দ্ধতন নেতৃবৃন্দরা। অতীতের মতো রোটারিয়ানরা ভবিষ্যতেও দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন রোটারি নেতৃবৃন্দরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক কাজের পাশাপাশি আগামীতে শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও জানায় তারা।
১৪০ বার পড়া হয়েছে