সর্বশেষ

জাতীয়

নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য যেভাবে বরাদ্দ প্রয়োজন, তা যথাযথভাবে দেওয়া হবে। অর্থ বরাদ্দে আমরা কোনো কার্পণ্য করব না।”

সভায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। এ ছাড়া ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এলএনজি আমদানি হলে সারের সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে।” পাশাপাশি রংপুর অঞ্চলের ৩০টি স্কুল পুনর্গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার বিষয়ে বলেন, “আপনারা যে প্রজ্ঞাপন দেখেছেন, সেটিই চূড়ান্ত। এর আগে বা পরে আর কোনো প্রজ্ঞাপন নেই। আমি প্রজ্ঞাপন জারি করি, সিদ্ধান্ত গ্রহণ করি না।”

আন্দোলনকারীদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আলোচনার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে বলার আগেই তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। এখন যদি নতুন কোনো দাবি থাকে, তবে আমরা তা পর্যালোচনা করে বসবো।”

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “বন্দর পুরোপুরি বন্ধ ছিল না। যে পণ্যগুলো ঢুকেছে, সেগুলো এখন জাহাজিকরণ করা হবে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

আন্দোলনের প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে শ্রম উপদেষ্টা বলেন, “আপনি না থাকলে কোনো কাজ থেমে যাবে—এটা বাংলাদেশে হবে না, পৃথিবীর কোথাও হয় না।”

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন