অর্থনীতি
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
দেশের রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গৃহীত ‘বিপিএম-৬’ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
গত রোববার পর্যন্ত বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। এর আগে গত বৃহস্পতিবার এই দুই পদ্ধতিতে যথাক্রমে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ও ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
মুখপাত্র জানান, আইএমএফের হিসাবে বর্তমানে দেশের রিজার্ভ ২,৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩,১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যবহারযোগ্য বা ব্যয়যোগ্য রিজার্ভ ১,৮০০ কোটি ডলারের কিছু বেশি।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর