সর্বশেষ

সারাদেশ

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের পাগলা থানার দত্তেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটিতে মোট নয়জন শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নদীতে নিখোঁজ হন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযানে নামে। দুপুরের দিকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী হলো পাকুন্দিয়ার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫)। সে বিরইন নদীপাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৬) এবং হাবিব মিয়ার ছেলে আবির (৭)। তারা একই মাদরাসার শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুইজনকে খোঁজার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, ‘খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন