৭ জুলাই হোয়াইট হাউসে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক, গাজা যুদ্ধ বন্ধে মার্কিন চাপ

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে যাচ্ছেন।
মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে, গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির বিষয়ে দ্রুত অগ্রগতি আনতেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
হোয়াইট হাউস সূত্র জানায়, নেতানিয়াহুর এবারের সফরটি হবে ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পর তার তৃতীয় ওয়াশিংটন সফর। বৈঠকের মূল আলোচ্য বিষয় গাজা যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইরান ও সিরিয়া ইস্যু। ট্রাম্প প্রশাসন আশা করছে, আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে,” যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইসরায়েলি কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার ইতোমধ্যে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “গাজা ও ইরান ইস্যু এই বৈঠকের কেন্দ্রবিন্দু। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তিতে অত্যন্ত আগ্রহী”।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “ইসরায়েল ও গাজা থেকে আসা হৃদয়বিদারক ছবিগুলো আমাদের কষ্ট দেয়। প্রেসিডেন্ট চান, এই যুদ্ধের অবসান হোক এবং প্রাণহানি বন্ধ হোক”।
১৩২ বার পড়া হয়েছে