সর্বশেষ

আন্তর্জাতিক

আটার বস্তায় আফিমজাত ওষুধ!

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা ত্রাণ ফাউন্ডেশন বন্ধের দাবি ১৩০ দাতব্য সংস্থার

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় মানবিক সহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর কার্যক্রম বন্ধের দাবি তুলেছে বিশ্বের ১৩০টিরও বেশি দাতব্য সংস্থা ও মানবাধিকার সংগঠন।

এসব সংস্থার অভিযোগ, বিতরণকেন্দ্রগুলো এখন ‘মৃত্যুকূপ’-এ পরিণত হয়েছে; এখানে সহায়তা নিতে এসে প্রতিদিনই ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হচ্ছেন।

সোমবার দক্ষিণ গাজার খান ইউনুসে GHF পরিচালিত বিতরণকেন্দ্রে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। স্থানীয় ও আন্তর্জাতিক সূত্র জানায়, গত মে মাসের শেষদিক থেকে এই বিতরণকেন্দ্রগুলোতে হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

GHF-এর বিতরণকেন্দ্রগুলো জাতিসংঘের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, এখানে মানবিক সহায়তার নামে ফিলিস্তিনিদের জোরপূর্বক সামরিকীকৃত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তারা নিয়মিত গুলিবর্ষণের মুখে পড়ছেন। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা GHF-কে মানবিক নীতিমালার পরিপন্থী এবং ‘যুদ্ধাপরাধের সহায়ক’ হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে, বিতরণকেন্দ্রের আটার বস্তায় আফিমজাত ওষুধ অক্সিকোডন পাওয়া যাওয়ার অভিযোগও উঠেছে, যা বিতর্ক আরও বাড়িয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, GHF কার্যক্রম গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে ইতিমধ্যে ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ২৫ হাজারের বেশি আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, GHF-এর বিতরণকেন্দ্রগুলোতে হামলা ও সহিংসতা বন্ধ না হলে গাজায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন