সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরম শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

নিহতদের মধ্যে ৩১ জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৩ জন। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ। খবর বিবিসির।

সোমবার সকালে আকস্মিক এই বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুনের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। প্রথমদিকে মৃতের সংখ্যা ১২ বলে ধারণা করা হলেও, ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ফলে সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলে থাকা অনেক শ্রমিকের শরীর ছিটকে পড়ে দূরবর্তী স্থানে। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছাদের ধ্বংসাবশেষ ও মানুষের দেহ ছিটকে গিয়ে বহু দূরে পড়েছিল, যা বিস্ফোরণের ভয়াবহতা তুলে ধরে।

ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানায় রাসায়নিক বিক্রিয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটে। এটি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন