আন্তর্জাতিক

মেক্সিকোর শ্মশানে মিলল লাশের স্তূপ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তর মোক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি শ্মশানের ভেতরে কমপক্ষে ৩৮১ ব্যক্তির মমি করা দেহাবশেষ আবিষ্কার করেছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।  

প্রসিকিউটররা শ্মশানটি পরিদর্শনের সময় একটি কক্ষে স্তূপকৃত মৃতদেহগুলো দেখতে পান। কর্মকর্তারা জানান, নিহতদের পরিবার শ্মশানকে দায়িত্ব দেওয়া সত্ত্বেও মৃতদেহগুলো দাহ করা হয়নি। 

চিহুয়াহুয়া রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ের যোগাযোগ সমন্বয়কারী এলয় গার্সিয়া এএফপিকে বলেছেন, প্রাথমিকভাবে আমাদের কাছে ৩৮১টি মৃতদেহ রয়েছে, যা শ্মশানে জমা দেওয়া হয়েছিল এবং সেগুলোকে দাহ করা হয়নি।

গার্সিয়া এক ভয়াবহ দৃশ্যের বর্ণনা করে বলেন, সেখানে মৃতদেহগুলোকে যথাযথ সংরক্ষণ বা সনাক্তকরণ প্রক্রিয়া ছাড়াই মেঝেতে একটির ওপরে আরেকটি রেখে দেওয়া হয়। 

তিনি শ্মশানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কিছুক্ষেত্রে শ্মশানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এমন ছাই দেওয়া হতো, যা মানুষের দেহাবশেষ নয় বরং অন্য কিছু। 

কর্তৃপক্ষের সন্দেহ, শ্মশানে থাকা কিছু মৃতদেহ দুই বছরেরও বেশি সময় ধরে সেখানে থাকতে পারে। যদিও মৃতদের পরিচয় এবং মৃত্যুর কারণ অস্পষ্ট।  এছাড়া প্রসিকিউটররা এখনও নির্ধারণ করতে পারেননি যে, কোনো মৃতদেহ মেক্সিকোর চলমান অপরাধমূলক সহিংসতার সঙ্গে যুক্ত কিনা।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন