সর্বশেষ

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় ফার্মাসিউটিক্যাল কারখানায় বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পশামিলারাম শিল্পাঞ্চলের একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে।

এখনও ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবারের এই বিস্ফোরণে ঘটনাস্থলেই ধসে পড়ে পুরো কারখানা। আগুন দ্রুত আশপাশের স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়ে। চলমান উদ্ধার অভিযানে এখনো নতুন করে মরদেহ উদ্ধার করা হচ্ছে।

‘শ্রমিকরা উড়ে গিয়ে পড়েন দূরে’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, অনেক শ্রমিক কয়েক মিটার দূরে গিয়ে পড়েন। কারখানার চুল্লির কাছাকাছি থাকা শ্রমিকরা সরাসরি বিস্ফোরণের শিকার হন।
স্থানীয় সংবাদমাধ্যম সাউথ ফার্স্ট জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন অভিবাসী শ্রমিক, যারা ওড়িশা, উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্য থেকে এসেছিলেন।

৯০ জন শ্রমিক ছিলেন কারখানায়

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজনারসিমা জানান, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। তিনি বলেন, “শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণে পুরো শেড উড়ে যায় এবং কয়েকজন শ্রমিক প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন।”

‘নিরাপত্তা প্রোটোকল ছিল না’ বিধায়কের অভিযোগ

ঘটনাস্থলে গিয়ে পাটানচেরুর বিধায়ক মহিপাল রেড্ডি কারখানাটির বিরুদ্ধে নিরাপত্তা অবহেলার অভিযোগ করেন। তিনি বলেন, “এই কোম্পানি কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চালানো হচ্ছিল। ফলে এত প্রাণহানি ঘটেছে।”
এ সময় তিনি অভিযোগ করেন, কর্তৃপক্ষ প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে।

ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই

তেলেঙ্গানার রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া ও অগ্নিনির্বাপণ দপ্তর জানায়, বিস্ফোরণের পর ধসে পড়া ভবনের নিচে কতজন আটকে রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন