সর্বশেষ

জাতীয়

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ অভিযোগে সাত মন্ত্রীসহ ২২ ভিআইপির বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সাত সাবেক মন্ত্রী ও ২২ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিযোগ উঠেছে।

বিষয়টি তদন্ত করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। যাচাই-বাছাই শেষে প্রমাণ মিললে তাঁদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হতে পারে।

জামুকা সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে তথ্য-প্রমাণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ৭ জুলাই সকাল ১১টায় জামুকার সভাকক্ষে নিজে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে তথ্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জামুকার সহকারী পরিচালক আমির হামজার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে ডাকা হয়েছে।

তদন্তাধীন ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাবেক মন্ত্রী শাজাহান খান, শ ম রেজাউল করিম, আব্দুল মতিন খসরু, ফারুক খান, টিপু মুনশি, এবং প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন। এছাড়া আওয়ামী লীগের দুই সংসদ সদস্য, একজন সাবেক বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা, কর কমিশনারসহ বেশ কয়েকজন বিশিষ্টজন রয়েছেন।

জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে জানান, দুইটি উপকমিটি গঠন করে তথ্য যাচাইয়ের কাজ চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর চার সাবেক কর্মকর্তার তথ্য যাচাইয়ে সেনা সদর দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল জামুকার ৯৫তম সভায় এই ২২ জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, তাঁদের আবেদন, গেজেট, তদন্ত প্রতিবেদনসহ প্রামাণ্য নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় সরকারিভাবে পাঁচ দফায় মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রতি ধাপে নানা বিতর্ক সৃষ্টি হয়। সর্বশেষ তালিকায় এক লাখ ৫৪ হাজার ৪৫২ জনের নাম ‘মুক্তিবার্তায়’ প্রকাশিত হয়।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন