আন্তর্জাতিক
ইরাকের কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক এলাকায় সোমবার রাতে দুটি কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে।
কিরকুক বিমানবন্দরে রকেট হামলা, আহত ২ নিরাপত্তা কর্মী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরাকের কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক এলাকায় সোমবার রাতে দুটি কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে।
এতে দুইজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত একটি রকেট বিস্ফোরিত হয়নি। আরেকটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত হানে, এতে বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দরের সামরিক এলাকায় ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর