সঞ্চয়পত্রে মুনাফার হার কমাল সরকার, আজ থেকে কার্যকর

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিমে মুনাফার হার কমিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
সোমবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন। নতুন হার মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার হবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ। যা আগে ছিল ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।
যেসব স্কিমে হার কমানো হয়েছে:
১. পরিবার সঞ্চয়পত্র
২. পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
৩. ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
৪. পেনশনার সঞ্চয়পত্র
৫. ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব
বিনিয়োগকারীদের জন্য আগের মতোই দুটি ধাপ থাকবে—৭ লাখ ৫০ হাজার টাকার নিচে (প্রথম ধাপ) ও তার ওপরে (দ্বিতীয় ধাপ)।
কোন স্কিমে কত মুনাফা?
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:
প্রথম ধাপ:
প্রথম বছর: ৯.৭৪%
পঞ্চম বছর: ১১.৮৩%
আগে ছিল: ১০.১৩% থেকে ১২.৪০%
দ্বিতীয় ধাপ:
প্রথম বছর: ৯.৭২%
পঞ্চম বছর: ১১.৮০%
আগে ছিল: ১০.১১% থেকে ১২.৩৭%
৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র:
প্রথম ধাপ:
প্রথম বছর: ১০.৬৫%
তৃতীয় বছর: ১১.৮২%
আগে ছিল: ১১.০৪% থেকে ১২.৩০%
দ্বিতীয় ধাপ:
প্রথম বছর: ১০.৬০%
তৃতীয় বছর: ১১.৭৭%
আগে ছিল: ১১.০০% থেকে ১২.২৫%
পেনশনার সঞ্চয়পত্র:
প্রথম ধাপ:
প্রথম বছর: ৯.৮৪%
পঞ্চম বছর: ১১.৯৮%
আগে ছিল: ১০.২৩% থেকে ১২.৫৫%
দ্বিতীয় ধাপ:
প্রথম বছর: ৯.৭২%
পঞ্চম বছর: ১১.৯৮%
আগে ছিল: ১০.১১% থেকে ১২.৩৭%
পরিবার সঞ্চয়পত্র:
প্রথম ধাপ:
প্রথম বছর: ৯.৮১%
পঞ্চম বছর: ১১.৯৩%
আগে ছিল: ১০.২০% থেকে ১২.৫০%
দ্বিতীয় ধাপ:
প্রথম বছর: ৯.৭২%
পঞ্চম বছর: ১১.৮০%
আগে ছিল: ১০.১১% থেকে ১২.৩৭%
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব:
প্রথম ধাপ:
প্রথম বছর: ১০.৬৫%
তৃতীয় বছর: ১১.৮২%
আগে ছিল: ১১.০৪% থেকে ১২.৩০%
দ্বিতীয় ধাপ:
প্রথম বছর: ১০.৬০%
তৃতীয় বছর: ১১.৭৭%
আগে ছিল: ১১.০০% থেকে ১২.২৫%
অপরিবর্তিত স্কিমগুলো
চারটি স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। সেগুলো হলো:
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড
ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড
ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব
১২১ বার পড়া হয়েছে