সর্বশেষ

সাহিত্য

নিজ গৃহেই ধর্ষিত

লাকি জাদু
লাকি জাদু

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পোশাকের দোষ? তবে কেন রোজ,
হয়রে নারী, নিজ গৃহেই হয় ধর্ষিত

ধর্ম,বয়স, শিশু, বৃদ্ধ- দ্বিধা নেই,
যে ভাবেই হোক, চলে নির্যাতন অবিরত।

 

নিরাপত্তার নেই এইটুকুও বালাই,
বিচার শাসন, ব্যবস্থাও নেই আইনগত
এমন তর দুর্বিষহ সহ্য করবো আর কত??

 

কোথায় যাবো, কাকেই বলবো
এ সমাজে চলবো কি করে স্বাধীন মত।

কোথায় গেলো বৈষম্য বিরোধী স্বাধীনতা,
কোথায় আজ মা জাতির সম্মান
কেন নানা বাহানাতেই নারীকে
সুযোগ পেলেই করা হয় অপমান?

 

পরিবার, দেশ তথা জাতির তরে
নারী যখন হারভাঙা খেটে মরে
অর্থনৈতিক সমৃদ্ধির চেষ্টা করে আপ্রাণ
ঘরে বাইরে সব গুছিয়েও সেই নারীই
কর্মস্থলে, নিজ গৃহেও পায় অসম্মান।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন