সর্বশেষ

জাতীয়

‘জুলাই স্মরণ’ কর্মসূচির প্রশংসা মোস্তফা সরয়ার ফারুকীর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘জুলাই স্মরণ’ কর্মসূচিকে প্রশংসায় ভাসিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শহীদ মিনারে অনুষ্ঠিত গতরাতের আয়োজনকে তিনি "উঁচু মানের" বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফারুকী এই কর্মসূচির উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং সবাইকে একত্রিত করে। আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।”

ফারুকী তার পোস্টে জাতীয় স্মরণপঞ্জি শুরু হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। শুধু জাতীয় কর্মসূচিতে নয়, বরং অংশীদারদের সব আয়োজনেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে।”

সঙ্গীত প্রসঙ্গেও আলাদা করে মন্তব্য করেন এই নির্মাতা। তিনি বলেন, “‘দ্য রেড জুলাই’কে ধন্যবাদ, আমাদের প্রিয় ‘জুলাই’ গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া সংস্করণটি একেবারেই অসাধারণ।”

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন