মালয়েশিয়ায় নদীতে ভেসে যাওয়ার তিন দিন পর বাংলাদেশির মরদেহ উদ্ধার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় মাছ ধরতে গিয়ে নদীর স্রোতে ভেসে যাওয়া এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত তার নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে নেগরি সেম্বিলান রাজ্যের একটি নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, গত ২৬ জুন (বৃহস্পতিবার) জেমাস জেলার কাম্পুং ব্যাংকালুলুর পাম্প হাউস এলাকায় মুয়ার নদীতে মাছ ধরতে যান ওই ব্যক্তি। জাল ফেলতে গিয়ে হঠাৎ প্রবল স্রোতে নদীতে তলিয়ে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
তিন দিন তল্লাশির পর, ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। উদ্ধারকাজে অংশ নেয় মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ (বোম্বা) ও সিভিল ডিফেন্স ফোর্স।
নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। মরদেহ বর্তমানে তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে, যেখানে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ এটিকে একটি ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে তদন্ত করছে।
ঘটনার সময় ওই বাংলাদেশির সঙ্গে তার ৩০ বছর বয়সী এক সহকর্মীও ছিলেন, যিনি মাছ ধরার পুরো সময়টিতে সঙ্গে ছিলেন এবং চোখের সামনে স্রোতে ভেসে যেতে দেখেছেন ভুক্তভোগীকে।
১৬২ বার পড়া হয়েছে