সর্বশেষ

সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ জন নিহত

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীর হরিণটানা থানার হোগলাডাঙ্গা মোড়ে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ইজিবাইকের সাথে সংঘর্ষ করলে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি আজ সোমবার (৩০ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঘটে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই রায়হান (১৬), যিনি বাঁশবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে, মারা যান। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টা ৫ মিনিটে আরেকজন জুয়েল বাবু মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ইজিবাইকের ওপর সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং চারজন আহত হন।

আহত চারজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

হরিণটানা থানার ওসি খায়রুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন। এ প্রতিবেদনের সময় পর্যন্ত নিহত দুজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন