সর্বশেষ

অর্থনীতি

ইসলামি মুদ্রা ও মূলধন বাজার চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসলামি ব্যাংকিং খাতের তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক দুটি নতুন আর্থিক উপকরণ চালুর উদ্যোগ নিয়েছে ইসলামি মুদ্রা বাজার এবং ইসলামি মূলধন বাজার।

এই বাজার চালু হলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো একে অপরের কাছ থেকে সুদবিহীন ভিত্তিতে অর্থ ধার নিতে পারবে, যা তাদের নগদ প্রবাহ সংকট দ্রুত কাটাতে সহায়তা করবে।

রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সুদভিত্তিক ধারা ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তারা প্রচলিত কল মানি মার্কেট বা অন্যান্য উৎস থেকে সহজে অর্থ ধার করতে পারে না। ফলে শরিয়াহসম্মত একটি নিজস্ব মুদ্রা ও মূলধন বাজার চালু হওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

বর্তমানে ইসলামি ব্যাংকিং খাত দেশের মোট ব্যাংকিং আমানতের প্রায় ২৪ শতাংশ এবং মোট বিনিয়োগের ২৮ শতাংশের বেশি দখলে রেখেছে। এ খাতের বিস্তার ধীরে ধীরে বাড়লেও, গ্রামীণ শাখা এবং সেবা সম্প্রসারণে এখনও পিছিয়ে রয়েছে ইসলামি ব্যাংকগুলো। প্রতিবেদনে গ্রামাঞ্চলে ইসলামি ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে জোর সুপারিশ করা হয়েছে, কারণ শহরের চেয়ে গ্রামে ইসলামি ব্যাংকের চাহিদা তুলনামূলকভাবে বেশি।

ইসলামি অর্থব্যবস্থার পরিধি বাড়াতে শুধু ইসলামি ব্যাংক নয়, ইসলামি পুঁজিবাজার, তাকাফুল (ইসলামি বিমা) এবং ক্ষুদ্রঋণ খাতকে আরও কার্যকর ও বিস্তৃত করার প্রস্তাবও এসেছে। বর্তমানে কিছু শরিয়াহভিত্তিক ব্যাংক পুঁজিবাজারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং সীমিত পরিসরে ইসলামি বিমা ব্যবস্থাও চালু রয়েছে।

এছাড়া, ইসলামি ব্যাংকগুলোকে সমাজবান্ধব খাতে যেমন কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের সহায়তা এবং সরকারি সংস্থার আর্থিক চাহিদা পূরণে আরও সক্রিয় হতে বলা হয়েছে। এতে এই ব্যাংকগুলোর সমাজে ইতিবাচক প্রভাব যেমন বাড়বে, তেমনি তাদের আর্থিক ভিত্তিও আরও মজবুত হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার ইতোমধ্যে সুকুক বন্ড চালু করেছে, যা ইতিবাচক সাড়া পেয়েছে। এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যবহার হচ্ছে, যা ইসলামি ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন