সর্বশেষ

আন্তর্জাতিক

ইরান পারমাণবিক কর্মসূচি: কয়েক মাসেই বোমা তৈরির সক্ষম

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে।

গ্রোসি জানান, ইরানের কাছে বর্তমানে এমন পরিমাণে ৬০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা থেকে অন্তত ১২টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। যদিও ইরান এখনো কোনো বোমা তৈরি করেনি, তবুও তাদের কাছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো—ফোর্ডো, নাতানজ ও ইসফাহান—মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব স্থাপনার মূল কার্যক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। আইএইএ প্রধান বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে—এমন দাবি সঠিক নয়”। বিশেষজ্ঞদের মতে, হামলার ফলে ইরানের কর্মসূচি কিছুটা পিছিয়ে গেলেও, তাদের প্রযুক্তি ও মানবসম্পদ অক্ষুণ্ণ রয়েছে। ফলে তারা চাইলে দ্রুতই আবার সমৃদ্ধকরণ শুরু করতে পারবে।

এদিকে, মার্কিন ও ইসরায়েলি হামলার কয়েকদিন আগেই ইরান ফোর্ডো স্থাপনা থেকে ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৪০০ কেজি ৬০% মাত্রার ইউরেনিয়ামের কোনো হদিস মেলেনি, যা দিয়ে ১০টিরও বেশি পারমাণবিক বোমা বানানো সম্ভব বলে সতর্ক করেছেন আইএইএ-র সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল অলি হেইনোনেন।

উল্লেখ্য, ইরানের পার্লামেন্ট সম্প্রতি আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে একটি বিল পাস করেছে, যা তাদের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক নজরদারি আরও কঠিন করে তুলবে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন