আন্তর্জাতিক

রথযাত্রায় হঠাৎ উত্তেজিত হাতি, আতঙ্কে আহমেদাবাদের দেশাই নি পোল এলাকা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গুজরাটের আহমেদাবাদে রথযাত্রার শোভাযাত্রায় অংশ নেওয়া একটি পুরুষ হাতির আচমকা উচ্ছৃঙ্খল আচরণে শুক্রবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে শহরের খাদিয়ার দেশাই নি পোল এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহ্যবাহী রথযাত্রার সময় কমলা নেহরু জুওলজিক্যাল গার্ডেন থেকে আনা ১৮টি হাতির একটি শোভাযাত্রায় অংশ নেয়। তবে এর মধ্যে একমাত্র পুরুষ হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে মূল পথ ছেড়ে পালানোর চেষ্টা করে। এতে আশপাশের জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কমলা নেহরু চিড়িয়াখানার সুপারিনটেনডেন্ট আর.কে. সাহু জানান, দ্রুত পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী হাতিটিকে ট্রানকুইলাইজার দিয়ে শান্ত করা হয়। পাশাপাশি, দুটি স্ত্রী হাতির সহায়তায় সেটিকে জনসমাগম থেকে বিচ্ছিন্ন করা হয়।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হয়নি। কর্তৃপক্ষের তাৎক্ষণিক তৎপরতায় শোভাযাত্রা দ্রুতই নিয়ন্ত্রণে আসে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তেজিত পুরুষ হাতিটিকে আপাতত আলাদা রাখা হয়েছে এবং ভবিষ্যতে এমন উৎসবে সেটির অংশগ্রহণ বন্ধ থাকবে। অন্যদিকে, বাকি ১৭টি স্ত্রী হাতি শান্তিপূর্ণভাবে রথযাত্রার বাকি অংশ সম্পন্ন করে।

উল্লেখ্য, আহমেদাবাদের রথযাত্রা গুজরাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর একটি। প্রতি বছর এই দিনে শহরের রাস্তায় লক্ষাধিক মানুষের ভিড় হয়। জনসমাগম এবং পশু ব্যবস্থাপনা ঘিরে আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন