সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে রোববার (২৯ জুন) ভোরে মৃদু মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এর উৎপত্তি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ১০টা ৩০ মিনিট) অনুভূত হয়। ইউএসজিএস জানায়, এটি মূলত পার্বত্য বেলুচিস্তানের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব অঞ্চলে সংঘটিত হয়।

অন্যদিকে পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বেলুচিস্তানের মুসাখেল জেলা থেকে ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার।

মুসাখেলসহ আশপাশের এলাকায় ভূকম্পনের তীব্র কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, পাকিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে মাঝেমধ্যেই সেখানে ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জনের প্রাণহানি ঘটে। আর ২০০৫ সালের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান ৭৩ হাজারের বেশি মানুষ এবং গৃহহীন হন প্রায় ৩৫ লাখ মানুষ।

সবশেষ ২০২১ সালে বেলুচিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ২০ জন নিহত এবং অনেকে আহত হন।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন