সর্বশেষ

সারাদেশ

সাড়ে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪ জন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় র‍্যাবের অভিযানে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

শনিবার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরার কাছারকান্দি গ্রামের বিলকিছ (২৮) ও আয়েশা বেগম (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের গিয়াস উদ্দীন (২৮) এবং একলাছপুর গ্রামের আব্দুল খালেক (২৯)।

র‍্যাবের দাবি, ধৃত ব্যক্তিরা সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারের মাধ্যমে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করতেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন