সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৫

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় একটি স্কুলে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সকালে গাজা সিটির ফাহমি আল-জারজাওয়ি স্কুলে এই হামলা চালানো হয়। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিলেন।

স্থানীয় চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু, নারী, দুজন রেড ক্রস কর্মী এবং একজন সাংবাদিক রয়েছেন। স্কুল ভবনের বড় অংশে আগুন ধরে যায় এবং অনেক মরদেহ পুড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর স্কুল চত্বরে ভয়াবহ আগুন ও ধোঁয়া দেখা যায়। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সর্বত্র আগুন জ্বলছিল। আমি মাটিতে পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।”

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, স্কুল ভবনটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে তারা এই দাবির কোনো প্রমাণ উপস্থাপন করেনি। হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন