আন্তর্জাতিক

তেহরানে নিহত বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে শনিবার (২৮ জুন) রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় বিশাল জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় তেহরানের ইনকিলাব স্কয়ারে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শোকর‌্যালি ইনকিলাব স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

নিহতদের মধ্যে রয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ, খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রাশিদ, আইআরজিসি কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পস প্রধান সাঈদ ইজাদি এবং পারমাণবিক বিজ্ঞানী সাঈদ বোরজি ও মোহাম্মদ মেহদি তেহরাঞ্চি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬২৭ জন নিহত এবং প্রায় ৪,৯০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু ও চারজন নারী রয়েছেন। নিহতদের coffins জাতীয় পতাকা ও ফুল দিয়ে সাজানো হয় এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ইরানের সর্বস্তরের মানুষ, সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং নিহতদের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন। শোকর‌্যালিতে অংশগ্রহণকারীরা ইরানের পথ ও মর্যাদার প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন শহরে, বিশেষ করে ইলাম শহরেও অনুরূপ স্মরণসভা ও দাফন অনুষ্ঠিত হয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন