রাজনীতি

'জুলাই আন্দোলন' নিয়ে বান্দরবানে বিতর্ক, এনসিপি নেতাদের সঙ্গে উত্তপ্ত আলোচনা

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে ‘জুলাই আন্দোলন’ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইয়ের এক মন্তব্য ঘিরে।

বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চেয়ারম্যান দাবি করেন, “বান্দরবানে কোনো জুলাই আন্দোলন হয়নি।”

চেয়ারম্যানের এই বক্তব্যে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত এনসিপি নেতারা। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এনসিপির নেতারা আলোচনা শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন।

সাক্ষাৎকালে এনসিপি নেতারা পার্বত্য অঞ্চলের শিক্ষাগত বৈষম্য, উন্নয়ন ঘাটতি এবং অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা 'জুলাই আন্দোলন'–এর প্রেক্ষাপট তুলে ধরেন। তবে জবাবে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন,

“জেলা পরিষদ থেকে কেউ কেউ ‘জুলাই আন্দোলন’ নাম ব্যবহার করে নানা সুবিধা নিয়েছেন। বাস্তবতা হলো, বান্দরবানে এমন কোনো আন্দোলন হয়নি।”
চেয়ারম্যানের এই বক্তব্যে ক্ষোভ জানিয়ে এনসিপির নেতারা বলেন,

“জুলাই আন্দোলন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিবাদ। এটি অস্বীকার করা মানে ইতিহাস বিকৃতি এবং তরুণ সমাজের আত্মত্যাগকে অসম্মান করা।”

 

পরে এ বিষয়ে ফের যোগাযোগ করা হলে থানজামা লুসাই বলেন,

“আমি কাউকে ছোট করতে চাইনি বা কোনো ইতিহাস অস্বীকার করিনি। শুধু বাস্তবতাকে তুলে ধরেছি।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. আমান উল্লাহ, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা, আবদুল্লাহ আল মামুনসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন