সারাদেশ

লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, মুক্তিপণ চেয়ে ব্যর্থ হয়ে আটক ৩ সন্ত্রাসী

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলায় মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালি রিসোর্টের ম্যানেজার আব্দুল খালেককে (২০) অস্ত্রের মুখে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একদল সন্ত্রাসী।

তবে অপহরণের পর তিনি পালিয়ে আসতে সক্ষম হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ২টার দিকে। অপহৃত খালেক লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বদুরঝিরি গ্রামের মো. শফির ছেলে।

আব্দুল খালেক জানান, রাতে পরিবারের সঙ্গে রিসোর্টে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ৮–১০ জন সশস্ত্র সন্ত্রাসী ঘরে ঢুকে তাকে এবং তার স্ত্রীকে জিম্মি করে। চোখ বেঁধে তাকে তুলে নিয়ে গেলেও স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীরা রিসোর্ট মালিক মো. আইয়ুব আলীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে গভীর জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি সুযোগ বুঝে পাহাড় থেকে লাফিয়ে পালিয়ে যান।

খালেক পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানালে, তারা মিরিঞ্জা বাগানপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে তিনজন সন্ত্রাসীকে আটক করে। পরে গণপিটুনির পর তাদের সেনাবাহিনীর ইয়াংছা আর্মি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক তিন সন্ত্রাসী হলেন, টানিয়েল ত্রিপুরা (৩৮), মিরিঞ্জা বাগানপাড়ার পুনিন্দ্র ত্রিপুরার ছেলে, রহিম ত্রিপুরা (৩০), রুমা উপজেলার বগালেক এলাকার নথিঅং ত্রিপুরার ছেলে, হালিরাম ত্রিপুরা (২৮), থানচি উপজেলার বড়মদক এলাকার মেকিয়া ত্রিপুরার ছেলে, সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে তাদের লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, “ঘটনার আগে কেউ থানায় জানায়নি। বিকেলে তিনজনকে আটক করার পর আমরা বিষয়টি জানতে পারি। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।”

রিসোর্ট মালিক মো. আইয়ুব আলী বলেন, “রাত ২টা ৩০ মিনিটে অপহরণকারীরা ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভাগ্য ভালো, খালেক পালিয়ে আসতে পেরেছে। আমরা চাই, আটক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

তিনি আরও বলেন, “বাগানপাড়া ও আশপাশের এলাকায় তল্লাশি চালালে আরও অস্ত্র ও সন্ত্রাসী ধরা পড়বে। তারা সবাইকে জিম্মি করে রাখে।”

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন