জাতীয়

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, শাহজালাল বিমানবন্দরে অবতরন সিঙ্গাপুরগামী ফ্লাইটের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বিজি-৫৮৪ ফ্লাইট।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন—সকলেই সুস্থ ও নিরাপদ আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের পর মাত্র ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে পাইলট ইঞ্জিনে ত্রুটির আভাস পেয়ে তৎক্ষণাৎ ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। অবশেষে সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।

ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষ বার্ড স্ট্রাইকের আশঙ্কা করে রানওয়ে পরিদর্শন করে, তবে সেখানে কোনো পাখি বা অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়নি।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, কারিগরি দল উড়োজাহাজটি পরীক্ষা করে দেখছে এবং পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন